অপহৃত তামিমকে উদ্ধার করল র‍্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প

    0
    297

    আমার সিলেট  24 ডটকম,২০অক্টোবর আজ রবিবার র‍্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন কামাইছড়া চা-বাগান এর ভিতর হইতে সিলেটের ফেঞ্চুগঞ্জ হতে অপহৃত মোঃ তামিম(০৬) পিতাঃ মোঃ আউয়াল, সাং-কোটালপুর থানাঃ ফেঞ্চুগঞ্জ জেলাঃ সিলেট কে উদ্ধারসহ অপহরণকারী ১। মোঃ রাজু মিয়া (সাজু)(২৫) পিতাঃ মৃত-আব্দুল হাকিম সাং-পুকরা ২। মোঃ লিটন মিয়া(১৯), পিতাঃ মৃত-আব্দুস সালাম, সাং-পূর্ব রুপশংকরপুর উভয় থানাঃ বাহুবল জেলাঃ হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।উল্লেক্ষ্য যে, গত ১৯-১০-২০১৩ খ্রিঃ তারিখ দুপুর ২.০০ ঘটিকায় মুক্তিপণ আদায়ের লক্ষ্যে অপহরণকারী মোঃ রাজু মিয়া অপর সহযোগী মোঃ জুনায়েদ মিয়ার পরিকল্পনায় অপহৃত মোঃ তামিমকে তাহার বাসা হতে অপহরণ করে। পরবর্তীতে ইমা গাড়ীতে করিয়া সিলেট সুরমা ব্রীজে পৌছায়। সেখান হতে হবিগঞ্জ এক্সপ্রেস বাস যোগে অপহরণ করে মৌলভীবাজার হয়ে হবিগঞ্জ জেলার মিরপুর নামক স্থানে  নামে। সেখান হতে হেটে দ্বারাগাঁও নামক গ্রামে জুনায়েদের বাসায় আতœ গোপন করে এবং তার পরিবারের নিকট  ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে ।পরবর্তীতে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন কামাইছড়া চা-বাগানের ভিতর হইতে সন্ধ্যা  ৬.১০ ঘটিকার সময় অপহ্নত তামিমকে উদ্ধারপূর্বক অপহরণকারী  মোঃ রাজু মিয়া (সাজু) ও মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। অপর সহযোগী অপহরণকারী মোঃ জুনায়েদ মিয়া(১৯) পিতাঃ মোঃ আব্দুল হাকিব সাং- কামাইছড়া থানাঃ বাহুবল জেলাঃ হবিগঞ্জকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

     

    ঊদ্ধারকৃত ভিকটিম ও গ্র্রেফতারকৃত অপহরণকারীদের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।