অনলাইন সংবাদপত্রের জন্য সুষ্ঠুনিতিমালা এখন সময়ের প্রয়োজন

    0
    279

    আমারসিলেট24ডটকম,১১জুন,শাহ সুহেল আহমদঅনলাইন সংবাদপত্রের জন্য সুষ্ঠু নিতিমালা এখন প্রয়োজন। তবে এই নীতিমালা যাতে ক্ষতির কারণ না হয়, সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে। সুষ্ঠু ও সুন্দর নীতিমালার মাধ্যমে দেশের অনলাইন সংবাদপত্রের গতি আরও বাড়াতে হবে।

    ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)এর উদ্যোগে ও সিভিআইপিএস প্রকল্পের সহযোগিতায় “তথ্য অধিকার আইন ও খসড়া সম্প্রচার নীতিমালাঃপ্রত্যাশা ও বাস্তবতা” শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিআইপিএস প্রকল্পের পরিচালক মোছাব্বির হোসাইন।

    স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট সুরমার চিফ রিপোর্টার শাহ সুহেল আহমদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন এমএমসির চিফ অব অপারেশন আরশাদ সিদ্দিকী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক বর্তমানের বিশেষ প্রতিনিধি লিয়াকত শাহ ফরিদী, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, ফোরামের জেলা কমিটির সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের সহ সম্পাদক সেলিম আউয়াল, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, দৈনিক পুণ্যভূমির বার্তা সম্পাদক আ.ফ.ম সাঈদ, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, বিশিষ্ট আইনজীবী ইরফানুজ্জামান, দৈনিক সিলেটের ডাকের বিভাগীয় সম্পাদক আব্দুল মুকিত অপি, দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার আফতাব উদ্দিন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুহিত চৌধুরী, জালালপুর কলেজের প্রভাষক এনামুল হক লস্কর, কলামিস্ট রফিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো চিফ কবির আহমদ, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার আহবাব মোস্তফা খান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিয়া খালেদ, দ্যা ডেইলি নিউ নেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, দৈনিক সিলেট সংলাপের নিউজ ইনচার্জ রেজাউল হক ডালিম, বাংলানিউজ ডট টুডে’র সালাহ উদ্দিন প্রমুখ।

    সভায় বক্তারা আরও বলেন, তথ্য অধিকার আইনকে গণমুখি করতে হবে। সুবিধা বঞ্চিত মানুষকে তথ্য জানিয়ে তাদের এগিয়ে নিতে হবে। তথ্য অধিকার প্রতিষ্ঠিত হলে তবেই দেশ উন্নয়েন দিকে এগিয়ে যাবে। এছাড়া খসড়া সম্প্রচার নীতিমালা নিয়ে তারা বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেন।