অতিবৃষ্টিতে পানির নিচে নিমজ্জিত শ্রীমঙ্গলের বধ্যভূমি-৭১

    0
    241

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪ জুন,সাদিক আহমেদ,স্টাফ রিপোর্টার:বেশ কয়েকদিনের অতিবৃষ্টিতে পানির নিচে প্রায় তলিয়ে গেছে শহরতলি শ্রীমঙ্গলের অন্যতম পর্যটন কেন্দ্র বধ্যভূমি-৭১।শ্রীমঙ্গল চৌমুহনী থেকে সামান্য দূরে ভানুগাছ রোডে অবস্থিত বিনোদন কেন্দ্রটি। প্রতিদিন হাজারো মানুষের ঢল নামে এই বিনোদন কেন্দ্রটিতে।কেউ বন্ধুবান্ধব নিয়ে,কেউ বা আসে পরিবার পরিজন নিয়ে।

    সকাল থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত পর্যটকদের কোলাহলে মুখরিত থাকে এটি।ছুটির দিন হলে তো কথাই নেই।পর্যটকদের জনসমুদ্রে পরিণত হয় বর্ডার গার্ড বাংলাদেশ,শ্রীমঙ্গল সেক্টর কর্তৃক প্রতিষ্ঠিত এই বিনোদন কেন্দ্রটি।শুধু শ্রীমঙ্গলের মানুষই নয়,বিভাগীয় শহর সিলেটসহ পুরো দেশ থেকেই মানুষ ছুটে আসে বধ্যভূমি-৭১ ঘুরে দেখতে।

    বেশ কয়েকদিনের লাগাতার অতিবৃষ্টিতে পুরো বধ্যভূমিই প্রায় তলিয়ে গেছে কোমর পানির নিচে।বধ্যভূমির ভেতর দিয়ে বয়ে গেছে ছোট একটি খাল।অতিবৃষ্টির ফলে খালের পানি পরিপূর্ণ হয়ে পুরো বধ্যভূমিতে ছড়িয়ে পড়ে।অল্প কিছুক্ষণের মধ্যেই বধ্যভূমি তলিয়ে যায় পানির নিচে।