৬পরাশক্তির সঙ্গে ইরানের আলোচনা বুধবার

    0
    201

    আমারসিলেট24ডটকম,ফেব্রুয়ারীঃ আগামীকাল বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থানীয় সময় সকাল ১১টায় ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে ৬ বিশ্বশক্তির সঙ্গে ইরানের ১ম পর্বের আলোচনা শুরু হবে। জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনায় ইরান ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানী অংশগ্রহণ করবে। নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়ার বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হ্রাস করার প্রতিশ্রুতি দিয়ে ২০১৩ সালের নভেম্বরে ৬ পরাশক্তির সঙ্গে একটি অন্তর্বতী চুক্তি সই করেছিল ইরান। পশ্চিমাদের সন্দেহ এই কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান।বুধবারের বৈঠকে ওই চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বিবেচনা করা হবে বলে জানা গেছে। তবে বৈঠকের আগে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়েই আলোচনা থেকে সহসা কোনো ফলাফল না আসার আশঙ্কা ব্যক্ত করেছে।অপরদিকে পশ্চিমাদের সন্দেহকে অমূলক বলে ইরান দাবি করেছে, বিদ্যুৎ, উৎপাদন ও চিকিৎসা কাজে ব্যবহারের মতো সম্পূর্ণ বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে কর্মসূচি পরিচালনা করছে তারা।