৪৫দিন পর আব্দুল জলিলের লাশ ফেরত দিলেন বিএসএফ

    0
    467

    আমারসিলেট24ডটকম,১৯মার্চ,এস,এম,সুলতান খানঃ বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল (৩০) এর লাশ ৪৫ দিন পর ফেরত দিয়েছে ভারতের বিএসএফ। ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার ওসি নারায়ন চক্রবর্তীসহ বিএসএফ এর নিকট থেকে গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় বাংলাদেশের চুনারুঘাট থানার এস আই আব্দুল মালেকসহ একদল পুলিশ বাল্লা চেক পোষ্টে আব্দুল জলিলের লাশ গ্রহণ করেন। এ সময় আব্দুল জলিলের আত্মীয় স্বজনসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল জলিল (৩০) সম্প্রতি বাড়ী থেকে হারিয়ে যায়। গত ২০/০১/২০১৪ইং তারিখে ভারতের খোয়াই টাউনে পাগলামি অবস্থায় দেখতে পায় খোয়াই থানা পুলিশ।

    তখন তাকে আটক করে খোয়াই থানা হাজতে নিয়ে যায়। এ সময় থানা পুলিশ জলিলকে চিকিৎসার জন্য খোয়াই হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে আব্দুল জলিল মারা যায়। পরে গতকাল জলিলের মৃতদেহ বাংলাদেশ বিজিবি ও চুনারুঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিএসএফ এবং ভারতীয় খোয়াই থানা পুলিশ।