৩৩তম বিসিএসের ফল প্রকাশ : সাড়ে ১৮ হাজার ৬৯৩ জন উত্তীর্ণ

    0
    462
    ৩৩তম বিসিএসের ফল প্রকাশ : সাড়ে ১৮ হাজার ৬৯৩ জন উত্তীর্ণ
    ৩৩তম বিসিএসের ফল প্রকাশ : সাড়ে ১৮ হাজার ৬৯৩ জন উত্তীর্ণ

    ঢাকা, ১৭ এপ্রিল : ৩৩তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের লিখিত পরীক্ষায় মোট ১৮ হাজার ৬৯৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। আগামী মাসে তাদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। আজ বুধবার দুপুরে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। বর্তমানে পিএসসির ওয়েব সাইটে (www.bpsc.gov.bd) এ ফলাফল দেখা যাচ্ছে। এছাড়াও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে এ পরীক্ষার ফল জানা যাবে। ফলাফল জানার নিয়ম হচ্ছে- BCS33 Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে।

    পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, এবার মোট ২৯ হাজার ৭৪৬ জন চাকরি প্রত্যাশী ৩৩ তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ছয় হাজার ৮০৬ জন, সাধারণ ও কারিগরি বার পেশাগত ক্যাডারে চার হাজার ৪১৩ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে মোট ৭ হাজার ৪৭৪ জন উত্তীর্ণ হয়েছেন।

    পিএসসি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ মে বা তার কাছাকাছি সময়ে শুরু হবে। প্রথমে কারিগরি ও পেশাগত পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সূচি সংবাদ মাধ্যমে জানানো হবে। প্রসঙ্গত চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত বছর ১ জুন ৩৩ তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।