২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

0
251

আমার সিলেট ডেস্কঃ বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ ফেব্রুয়ারী-২০২৩) বিকেলে জারি করা গেজেটে সই করেছেন ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ বিধির ১২ উপবিধি (৬) অনুসারে নির্বাচনি কর্মকর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন।”

এর আগে গতকাল রোববার সিইসির কাছে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেন আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সেদিনই ইসির পক্ষ থেকে বলা হয়েছিল, যেহেতু একজনের মনোনয়নপত্র জমা পড়েছে, তাই সোমবার যাচাই-বাছাই শেষে সব ঠিকঠাক থাকলে মো. সাহাবুদ্দিনই হবেন দেশের ২২তম প্রেসিডেন্ট।

মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার পর গতকাল রোববার (১১ ফেব্রুয়ারী-২০২৩) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে। এ কারণে তারা (আওয়ামী লীগ) কাকে রাষ্ট্রপতি বানাচ্ছে, তাতে বিএনপির আগ্রহ দেখানোর কিছু নেই।

এ বিষয়ে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “এখানে তাদের আগ্রহ থাকবে না। দেশের সংবিধানে, গণতন্ত্রে তাদের কোনো আগ্রহ নেই। গণতন্ত্র ও সংবিধানে যদি আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো, তা নিয়ে তাদের আগ্রহ না থাকারই কথা। এ নিয়ে আমরা অবাক হইনি”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। এ ইয়েস কোনো ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। আমরা মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, কোনো অপশক্তিকে মনোনয়ন দিইনি।”