২০ডিসেম্বর কমলগঞ্জ কৃষক সংগ্রাম সমিতির সম্মেলন

    0
    239

    আমার সিলেট  24 ডটকম,৩১অক্টোবরআগামী ২০ ডিসেম্বর১৩ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন। এ উপলক্ষে ৩০ অক্টোবর সন্ধ্যায় সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা শমসেরনগস্থ কার্যালয়ে প্রস্তুতি কমিটির আহবায়ক নুরুজ্জআমান চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন  কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল মোহাইমীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, কৃষক সংগ্রাম সমিতি কমলগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, ইমরান আলী প্রমুখ।

    সভায় বক্তারা চাল, ডাল, তেল, লবন, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষিপত্রের দাম কমিয়ে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং কৃষি উপকরণের দাম কমানো ও কৃষকের উৎপদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা, বন্যা সমস্যার সমাধান করার জন্য নদ-নদী, খাল-বিল খনন, অপরিকল্পিত বাঁধ, সুইস গেট, ব্রিজ, কালর্ভাট নির্মাণের মাধ্যমে নদীর পানির অবাধ প্রবাহ নষ্ট করা বন্ধ, সামরাজ্যবাদী পরিকল্পনায় ভারত কর্তৃক টিপাই মুখে বাঁধ নির্মাণ বন্ধ, সর্বস্তরে রেশনিং চালুসহ কৃষক সংগ্রাম সমিতির ৭ দফা দাবীতে ব্যাপক ভিত্তিক কৃষক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।  কমলগঞ্জ উপজেলা সম্মেলন সফল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ, কমিটি গঠন ও পুণগঠন, গণসংযোগ, প্রচার তৎপরতা, লিফলেটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা। আগামী ১৬ নভেম্বরের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রাম কমিটি গঠনের জন্য দায়িত্ব বন্টন ও ১৭ নভেম্বর সম্মেলন প্রস্ততি কমিটির পরবর্তী সভা আহবান করা হয়েছে।