Saturday 21st of July 2018 06:14:08 AM
Sunday 23rd of July 2017 11:56:20 AM

১০ বোর্ডের ফলাফলে পাসের হার ৬৮ দশমিক ৯১শতাংশ


জাতীয়, বিশেষ খবর ডেস্ক
আমার সিলেট ২৪.কম
১০ বোর্ডের ফলাফলে পাসের হার ৬৮ দশমিক ৯১শতাংশ

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ”

আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩জুলাই,ডেস্ক নিউজঃ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও মাদ্রাসার দাখিলসহ সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

আজ রোববার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর সেখানে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম নাহিদ জানান, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

এদিকে বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনের পরপরই সারা দেশের পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নির্ধারিত পদ্ধতিতে মোবাইলেও ফলাফল জানা যাবে। ২৪ থেকে ৩০ জুলাই ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আগের মতোই নির্ধারিত পদ্ধতিতে টেলিটক থেকে আবেদন করতে হবে।

গত ২ এপ্রিল শুরু হয়ে ১৫ মে এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১২ লাখ।

পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (
http://www.educationboard.gov.bd
) থেকে ফলাফল জানতে পারবেন।

এ ছাড়াও SMS এর মাধ্যমে HSC রেজাল্ট যে ভাবে পাওয়া যাবে । 16222 নাম্বারে SMS করলেই ফোনে পেয়ে যাবে রেজাল্ট।

রেজাল্ট জানতে,সাধারণ শিক্ষা বোর্ডের জন্য- HSC<space>বোর্ডের প্রথম তিন অক্ষর<space>রোল<space>2017 লিখে SMS  16222 নাম্বারে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য-ALIM<space>MAD<space>রোল<space>2017 লিখে  SMS  16222 নাম্বারে।
কারিগরি শিক্ষা বোর্ডের জন্য- HSC<space>TEC<space>রোল<space>2017 লিখে SMS 16222 নাম্বারে।পরে ঘরে বসেই ফল জানা যাবে।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement
Place for advertisement

সর্বাধিক পঠিত


সর্বশেষ সংবাদ

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
news.amarsylhet24@gmail.com, Mobile: 01772 968 710

Developed By : Sohel Rana
Email : me.sohelrana@gmail.com
Website : http://www.sohelranabd.com