“হাম-রুবেলা ক্যাম্পেইন”সফলের আহ্বান রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীর

    0
    137

    আমারসিলেট24ডটকম,২৫জানুয়ারীঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আসন্ন “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন”এর সার্বিক সফলতা কামনা করেছেন।আজ এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় বাংলাদেশে হাম দূরীকরণ, রুবেলা রোগ নিয়ন্ত্রণ এবং পোলিওমুক্ত অবস্থা বজায় রাখার লক্ষ্যে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ পালনের উদ্যোগকে স্বাগত জানান।রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই টিকাদান ক্যাম্পেইন সফলভাবে পালনের মাধ্যমে দেশ থেকে হাম রোগ ও এর ফলে সৃষ্ট জটিলতা দূর হবে। একই সাথে রুবেলা রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে কনজেনিটাল রুবেলা সিনড্রোম এবং পোলিও রোগ পুনঃসংক্রমণের ঝুঁকি এড়ানো সম্ভব হবে। বাংলাদেশে শিশু মৃত্যু ও পঙ্গুত্ব কমাতে এর গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রপতি বলেন, এই কার্যক্রম সফলভাবে পালন করার জন্য সকল সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাসহ দেশের প্রতিটি জনগণের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ একান্ত প্রয়োজন।শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্ব স্ব অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

    অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ কর্মসূচি সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।এ উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী “হাম ও রুবেলা রোগজনিত জটিলতা ও মৃত্যু হার কমানো এবং দেশে পোলিওমুক্ত অবস্থা বজায় রাখার লক্ষ্যে ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্র“য়ারি ২০১৪ সারাদেশে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” পালন করা হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন।তিনি বলেন, এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি ২০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা ও ৫ বছরের কম বয়সী সকল শিশুকে দু’ফোটা পোলিও টিকা প্রদান করা হবে।প্রধানমন্ত্রী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং দাতা ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের” সার্বিক সাফল্য কামনা করেনঃখবর-বাসস