হামিদা ফাউন্ডেশন মেধা বিকাশে উজ্জ্বল ভূমিকা রাখছে

    0
    277

    আমারসিলেট24ডটকম,১৬মার্চঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ বলেছেন অঞ্চল ভিত্তিক শিক্ষামূলক সংগঠনের মাধ্যমে প্রতিটি এলাকার গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের লেখাপড়া সুনিশ্চিত এবং তাদের পাশে দাড়ানোর মন-মানসিকতা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রণোদনা দানের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে সকলের অংশগ্রহন নিশ্চিত করা এবং উদ্যোগী হয়ে সেবার হাত প্রসারিত করতে হবে। তিনি কানাইঘাটের শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে হামিদা ফাউন্ডেশনের মহতি কর্মকান্ডের ভূয়ষী প্রসংশা করে বলেন এ সংগঠনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী মানিক মিয়া তার কর্মকান্ডের মাধ্যমে এলাকার মানুষের মাঝে চিরকাল অম্লান হয়ে থাকবেন। মোহাম্মদ আব্দুল লতিফ গতকাল শনিবার সকাল ১১টায় ছোটদেশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কানাইঘাট হামিদা ফাউন্ডেশনের ২০বছর পূর্তি উপলক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুশ শাকুরের সভাপতিত্বে ও প্রভাষক ফয়সল উদ্দিনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফজ্জিল আলী, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, সমাজ হৈতশী ও শিক্ষানুরাগী মামুনুর রশিদ মামুন। স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সচিব মোঃ ফখরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় কল্যাণ ট্রাষ্টের সচিব মোহাম্মদ আলী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফাহিমা আক্তার ফাহমি, সামিয়া প্রীতি প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী-শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে হামিদা ফাউন্ডেশনের ২০তম মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান এবং শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি সাবেক সচিব আব্দুল লতিফ।