হাওর জনপদে কৃষকের দুর্বিষহ জীবন যাপন

    0
    262

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৩মে,হৃদয় দাশ শুভ,নিজস্ব প্রতিবেদক: যে হাওরপাড়ে এখন ধান কাটার মহোৎসব হওয়ার কথা সেই হাওরপাড়ে এখন চলছে কৃষকের করুন আর্তনাদ,চলছে মহাদুর্যোগ! তাদের দেখার কেউ নেই।’ সত্যি বলতে কি এই প্রতিবেদনটি লেখতে গিয়ে বার বার অশ্রুসিক্ত হতে হলো হাওড় জনপদের লোকজনের অসহায় ভাষ্য শুনে। বৃহত্তর সকল হাওরাঞ্চলে চলছে মহাদুর্যোগ।

    কোন কৃষকই এক মুঠো ধান ঘরে তুলতে পারেনি। বড় হাওরের প্রায় সব কয়টিই ডুবে গেছে। হাওরপাড়ের মানুষ অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন।
    ফসল হারিয়ে ভাটি অঞ্চলের অধিকাংশ মানুষের দিন কাটছে এখন অর্ধাহারে অনাহারে। নিরুপায় হয়ে অনেকেই জীবিকার সন্ধানে শহরমুখী হচ্ছেন।  কয়েকজন কৃষকের সঙ্গে এ নিয়ে কথা বললে তারা জানান, জীবন বাঁচাতেই গরু-ছাগল বিক্রী করছেন। তাছাড়া ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় গরুকে খাওয়ানোর জন্য খড়ও পাওয়া যাচ্ছে না। সে জন্যই অর্ধেক দামে গবাদি পশু বিক্রী করতে বাধ্য হচ্ছেন। নিজের ক্ষেতের ধান নষ্ট হতে দেখে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
    অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দুর্বিষহ জীবন যাপন করছে। হাওরে বসবাসরত আবাল-বৃদ্ধ-বণিতার পাশে কেউ নেই।
    জেলার যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। কোথাও পানি নেমে যাওয়ায় পচে যাওয়া ধান গাছের গুমোট গন্ধ। এলাকায় দু’চারটি ধানী জমিতে ধান দেখা পাওয়া গেলেও কারো মুখে হাসি নেই। ফসল হারানোর যন্ত্রণায় সবাই যেন দিশেহারা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেল, তারা এখন আল্লাহর উপর ভরসা ছাড়া কিছুই করতে পারছেন না।