হবিগঞ্জ রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২৩ অনুষ্ঠিত

0
95

সভাপতি কাইয়ুম সম্পাদক আলী আকবর বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, আমার সিলেট রিপোর্টঃ অত্যান্ত জাঁকজমকপূর্ণ ভাবে আজ শুক্রবার (১০ মার্চ ২০২৩) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এক টানা হবিগঞ্জ রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২৩ ২ নং ভুনবীর ইউনিয়ন কার্যালয়েে অনুষ্ঠিত হয়।
এতে ২৬ জন প্রার্থী ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ভোটার সংখ্যা ১৩৯০ এর মধ্যে মোট প্রদেয় ভোটের সংখ্যা মোট ১১৯৩ টি।

ওই সংগঠনের উপজেলা সভাপতি এম এ সালাম থেকে জানা যায়,মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিক্সা, মিশুক, সি.এন.জি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং: চট্ট- ২৩৫৯ এর অন্তর্ভূক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার অধিনস্থ হবিগঞ্জ রোড সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির এই নির্বাচনে আজকের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন
সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন ৪২১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নূরুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে ৪০৫ ভোট পেয়েছেন।
সম্পাদক পদে মোঃ আলী আকবর মোরগ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন ৬৫৯, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সালেক মিয়া মই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৬৫।
এছাড়াও যারা নির্বাচিত হয়েছেন,এদের মধ্যে সহ-সভাপতি মোঃ বিল্লাল মিয়া গাভী প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন ৮৫৩, সহ সম্পাদক মোঃ পারভেজ আহমদ আম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭১৯,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া হাতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৪৫,অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া মিনার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫১৮,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন নাহিদ কবুতর প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭১৮,দপ্তর সম্পাদক পঙ্কজ কুমার চৌধুরী মাছ প্রতীক নিয়ে ৭৬৫ ভোট পেয়েছেন, কার্যকরী সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান বালতি প্রতীক নিয়ে ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, সহকারী নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান খালিছ, নির্বাচন সচিব ছিলেন সালাউদ্দিন সাধারণ সম্পাদক অত্র শ্রীমঙ্গল উপজেলা শাখা অত্র সংগঠন, এসময় নির্বাচন পর্যবেক্ষণ করেন মোহাম্মদ লিটন আহমেদ ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মিতালী দত্ত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মীর এম এ সালাম কাউন্সিলর প্যানেল মেয়র-২ শ্রীমঙ্গল পৌরসভা, মসুদুর রহমান মসুদ ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রীমঙ্গল পৌরসভা,সভাপতি আব্দুর রহিম মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি,জসীম উদ্দীন বিশিষ্ট ব্যবসায়ী, জলিল মাহমুদ বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিয়নের সদস্য বৃন্দ ও উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ সালাম ও সালাউদ্দিনসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ও তাদের সহযোগিতায় নির্বাচন করতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
নব নির্বাচিত সভাপতি ও সম্পাদককে সমর্থক রা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এসময় শ্রীমঙ্গল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here