হবিগঞ্জে সালিশে সংঘর্ষঃনিহত-১,আহত-১০

0
720
হবিগঞ্জে সালিশে সংঘর্ষঃনিহত-১,আহত-১০
হবিগঞ্জে সালিশে সংঘর্ষঃনিহত-১,আহত-১০

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে দু’পক্ষের সালিশে বসে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে এতে গোলাপজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ বুধবার (২৬ মে) সকালে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সালিস বৈঠকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কাদির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তি করতে আজ বুধবার সকালে সালিস বৈঠকের আয়োজন করা হয়।
সালিসে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে।পরিস্থিতি শান্ত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here