হবিগঞ্জে ফেনসিডিলসহ আটক এক

0
33

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বাহুবল উপজেলার মীরপুর বাসস্ট্যান্ডের দক্ষিন পাশের ঢাকা সিলেট মহাসড়কের আনফর উল্লাহর দোকানের কাছ থেকে ১৮০ বোতল ফেনসিডিলসহ সালাহ উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সালাহ উদ্দিনের অজ্ঞাতনামা ১ সহযোগী পালিয়ে যায়। সিলেটের গোয়াইনঘাট থেকে একটি পাথরবাহী ট্রাকে করে মাদক আসার গোপন সংবাদের উপর ভিত্তি করে মঙ্গলবার (৭মার্চ ২০২৩) রাত ৩ টা ২৫ মিনিটে ডিবি পুলিশের এসআই রিয়াজ উদ্দিন এ অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থানে ট্রাকটিকে আটক করে চটের বস্তায় রক্ষিত অবস্থায় ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ডিবি টিম এসময় ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭৭৫৬) আটক করে। ট্রাকটিতে আনুমানিক ৪ শ ঘনফুট পাথরের কোয়া পাওয়া গেছে।

উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ব্যাপারে বাহুবল থানায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here