হবিগঞ্জে টমটমের ধাক্কায় শিশু নিহত

0
109

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জে ব্যাটারি চালিত টমটমের (ইজিবাইক) ধাক্কায় জান্নাতুল আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি-২০২৩) দুপুরে সদর উপজেলার পইল সড়কে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল উপজেলার পইল ইউনিয়নের দেবপাড়া গ্রামের মিজান মিয়ার মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে জান্নাতুল আক্তার বাড়ির পাশের রাস্তা পারাপারের সময় একটি টমটম তাকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার মৃত্যুর খবর শুনে উত্তেজিত গ্রামবাসী হবিগঞ্জ-পইল সড়ক অবরোধ করে রাখে।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here