হবিগঞ্জে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

0
255
হবিগঞ্জে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে লক্ষাধিক টাকার গাঁজাসহ তানজিনা আক্তার (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত তানজিনা আক্তার নরসিংদি জেলার রায়পুরা এলাকার আবুল বাশারের কন্যা।

সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, নতুন ব্রীজ এলাকাটি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করা হয়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান তারা। এসময় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ কেজি গাঁজাসহ তানজিনা আক্তার নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়।

তিনি জানান, পরে ওই নারী মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, মাদক অভিযান শেষে নতুন ব্রীজ এলাকায় এক জনসচেতনতামূলক মাদক বিরোধী কর্মসূচি পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

এসময় সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জনগণকে মাদকের কুফল সম্পর্কে অবগত করেন। এছাড়াও নিয়মিত এমন অভিযান চলবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here