হবিগঞ্জে আজমিরীগঞ্জে ইয়াবাসহ তিন যুবক আটক

0
34

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর আনুমানিক চারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- পৌরসভার গোপাল নগরের বাসিন্দা মৃত শাহিবুর রহমানের পুত্র মারুফ মিয়া (৩০), কৃষ্ণনগরের বাসিন্দা নুর হোসের পুত্র রাকিব মিয়া (২৬) এবং সদর ইউনিয়নের বিরাট গ্রামের বড়বাড়ির বাসিন্দা দুলন মিয়ার পুত্র শাওন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক চারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ভুপেন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহলে যায়। এ সময় আটককৃতের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে আটক করেন।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোর রাতে পুলিশের নিয়মিত অভিযানের সময় তাদের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here