হবিগঞ্জের চুনারুঘাট থেকে দেড় হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

0
78

এস এম সুলতান খান,চুনারুঘাট থেকেঃ চুনারুঘাটে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটকৃতরা হলেন: হবিগঞ্জ শহরতলীর নোয়াহাটি কালিগাছতলার মানিক সরকারের পুত্র মিন্টু সরকার (৪৫) বহুলার শফিকুল আলমের ছেলে সামিরুল আলম চৌধুরী (২৭)।
এ তথ্য নিশ্চিত করে সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী জানান, “গোপন সংবাদের ভিত্তিতে থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই অজিত কুমার তালুকদার ও এএসআই মহসিনসহ একদল পুলিশ উপজেলার দুর্গাপুর এলাকায় মোটর সাইকেল যোগে মাদক পাচারকালে চেক পোস্ট বসিয়ে গত ১৯ জানুয়ারী রাতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৫ শ পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ২০ জানুয়ারি বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে তাদের সহযোগী দুই কারবারি পালিয়ে যায়। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here