স্বাধীনতা দিবসে কমলগঞ্জে নাটক মঞ্চস্থ

    0
    291

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মার্চ,শাব্বির এলাহীঃ সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

    এ উপলক্ষে এদিন নানা অনুষ্ঠান ছাড়াও শিক্ষামূলক নাটক “আালোর পথযাত্রা” মঞ্চস্থ হয়। মণিপুরী থিয়েটারের প্রযোজনা ও নাট্যকার শুভাশিস সিনহা সমীরের রচনায় এ নাটকে শিক্ষার্থীদের উপবৃত্তি,বাল্যবিবাহরোধ ও শিক্ষার্থীদের অমানবিক  শাস্তির সম্যক ধারণা তুলে ধরা হয়।

    নাটকের পুর্বে স্কুলের সহকারী শিক্ষক আব্দুল গনি দুলালের সঞ্চালনায় ও এসএমসি সভাপতি সালিক আহমদ ভূইঁয়ার সভাপতিত্বে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইঁয়া।

    বিশেষ অতিথি ছিলেন এনজিও প্রচেষ্ঠার হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন রিপন,আশা বরমচাল শাখা ব্যবস্থাপক আব্দুস শহীদ,স্কুলের প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ, ইউপি সদস্যা শিরিন আক্তার,অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল মোতালেব,অভিভাবক সদস্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইদ্রিছ মিয়া, পারভীন আক্তার,আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাসেল আহমদ,সমাজসেবক বাহাউদ্দীন ।

    অনুষ্ঠানে শিক্ষার্থী,শিক্ষক ছাড়াও শতাধিক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।