Monday 18th of January 2021 08:16:16 PM
Sunday 18th of January 2015 01:02:50 PM

স্বল্পদৈর্ঘ্য ‘মর্মস্পর্শী৭১’ এর স্থানীয় প্রিমিয়ার হচ্ছে হবিগঞ্জে

বিনোদন ডেস্ক
আমার সিলেট ২৪.কম
স্বল্পদৈর্ঘ্য ‘মর্মস্পর্শী৭১’ এর স্থানীয় প্রিমিয়ার হচ্ছে হবিগঞ্জে

মতিউর রহমান মুন্নাঃ হবিগঞ্জ থেকে প্রথমবারের মত আগামী ২৪-৩০ জানুয়ারী ঢাকায় অনুষ্টিতব্য অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে সমর্পন নিবেদিত মোতাচ্ছিরুল ইসলাম (প্রেসিডেন্ট, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, হবিগঞ্জ) প্রযোজিত ইফতেখার আহমেদ ফাগুনের শিশুতোষ মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্মস্পর্শী৭১’।

আগামী ২২শে জানুয়ারী সন্ধ্যা ৬ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে স্থানীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হচ্ছে ‘মর্মস্পর্শী৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। এছাড়াও উপস্থিত থাকবেন হবিগঞ্জের সংস্কৃতিমনা গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাইফুদ্দিন জাবেদের সার্বিক ব্যবস্থাপনায় ‘মর্মস্পর্শী৭১’ চলচ্চিত্রটির প্রোডাকশন শুরু হয় গত ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবসে। প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশন শেষে ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।

১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পরবর্তী পটভূমিতে রচিত এই চলচ্চিত্রটিতে একাত্তরে পাকহানাদারদের নিসংশ নির্যাতনে শিশুমন কেমন ব্যাথিত হয়েছিল এবং সে অনূভুতির ফলে তারা তাদের অবস্থান থেকে যে প্রতিবাদ জানিয়েছিল তাই মূলত দেখানো হয়েছে। ২২ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একডেমীতে চলচ্চিত্রটির স্থানীয় প্রিমিয়ার উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ‘মর্মস্পর্শী৭১’ এর প্রযোজক মোতাচ্ছিরুল ইসলাম।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc