স্তন ক্যান্সার রোধে বক্ষবন্ধনী !

    0
    215

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরনেসলে ফিটনেস নামে একটি বাজারজাত কারী  প্রতিষ্ঠান  নারীদের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে একটি হাই-টেক ব্রা বা বক্ষবন্ধনী বাজারে ছারছে।এ কাজে তাদের সহযোগিতা করেছে অগলিভি এথেনস নামে একটি বিজ্ঞাপনী সংস্থা। এই ব্রা উন্নত প্রযুক্তির সহযোগিতায় নারীদের মনে করিয়ে দেবে যে, মাসে একবার নিজে নিজে ক্যান্সার পরীক্ষা করা উচিত। এর মাধ্যমে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রমের গতি আনাই তাদের লক্ষ্য বলে জানা যায় । এই ব্রা খুললেই স্বয়ংক্রিয়ভাবে একটি টুইট বা টুইটার আপডেট চলে যাবে। যা থেকে নারীরা ক্যান্সার বিষয়ে সচেতন হতে পারবেন। টুইটের মাধ্যমে জীবন রক্ষাকারী বার্তা পাবেন তারা। টুইটারের সঙ্গে এ ব্রার সংযোগ তৈরি করার জন্য এটির হুকটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। হুক খুললেই এটি মোবাইল ফোনে একটি সিগন্যাল পাঠাবে,  সিগন্যাল পেয়ে ফোনটি একটি সার্ভারকে নোটিশ পাঠাবে । সে সার্ভার থেকে একটি টুইট আপডেট তৈরি হবে । ব্রা কোম্পানি বলছে, এটিই প্রথম ও একমাত্র ব্রা যা একটি উদ্দেশ্য নিয়ে নারীদের বলবে, নিজে নিজে মাসে একবার স্তন পরীক্ষার কথা ভুলে যাবেন না।সুত্র অনলাইন,