Wednesday 20th of January 2021 09:47:36 AM
Friday 28th of July 2017 07:02:54 PM

সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসীহকে প্রবাসীদের সংবর্ধনা

আন্তর্জাতিক, প্রবাস ডেস্ক
আমার সিলেট ২৪.কম
সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসীহকে প্রবাসীদের সংবর্ধনা

আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জুলাই,মিজানুর রহমান সৌদি আরব থেকেঃ দাম্নামে অবস্হানরত সোনারগাও প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগ রাষ্ট্দূত গোলাম মসীহকে এক গন সংবর্ধনা দেয়া হয়েছে গতকাল। উক্ত গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত গোলাম মসীহ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন দূত সচীব সারওয়ার আলম,আসাদুজ্জামান ও ফখরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল   কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ কাসেম খাঁন, দাম্মাম বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুমন, আবকিক জেলা বিএনপির সভাপতি গাজী শাহ আলম, সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, আরটিভির দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় জনাব গোলাম মসীহ বলেন বিশ্বের সবচেয়ে বেশী রেমিটেন্স প্রদানকারী দেশ সৌদি আরব।

তিনি বলেন আপনাদের কষ্টার্জিত অর্থের টাকায় দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। তিনি সকল প্রবাসীদের যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করে বলেন আমি আপনাদের সেবক আমাকে এত উচ্চ পদস্হ কর্মকর্তা মনে করার প্রয়োজন নেই, আমার পরে যে কেউ এখানে আসুক না কেন আপনারা তাই মনে করবেন।

কারন আপনাদের টাকায় দেশ চলে আমরা আপনাদের সন্নান করা প্রয়োজন। পরিশেষে তিনি সকল বাংলাদশীদের নিয়ে মোনাজাত করে সভার সমাপ্তি ঘোষনা করেন।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc