সোমবার সর্বদলীয় সরকারের মন্ত্রীপরিষদ গঠন

    0
    235

    আমার সিলেট  24 ডটকম,১৭নভেম্বরঃ দেশের আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামীকাল সোমবার সর্বদলীয় সরকারের মন্ত্রীপরিষদ গঠন করা হবে। মূলত এ বিষয়টি চূড়ান্ত করার জন্যই আজ রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে আজ সন্ধ্যা পৌনে ৬টায় তিনি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান। এর পর প্রায় এক ঘণ্টাখানেক  তারা একান্তে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের রূপরেখাকে স্বাগত জানিয়েছেন বলেও জানা গেছেবলে জানা যায়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকায় আগামী ২৪ জানুয়ারির মধ্যেই নির্বাচন শেষ করতে হবে নির্বাচন কমিশনকে।
    অন্যদিকে আগামীকাল নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের কয়েকজন মন্ত্রী শপথ নিতে যাচ্ছেন। আজ রবিবার সন্ধ্যার পর বঙ্গভবনে রাষ্ট্রপ্রতি আবদুল হামিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কাল সোমবার বিকাল ৩টায় এ শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেরও বিষয়ে অবহিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, এ মন্ত্রীসভা হবে বর্তমানের চেয়ে আকারে ছোট।রাষ্ট্রপতি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেছেন বলেও জানান মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
    তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেরও বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, এ মন্ত্রীপরিষদ হবে বর্তমানের চেয়ে আকারে ছোট। এর কাঠামো ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।মোশাররাফ হোসাইন জানান, নতুন কয়েকজন মন্ত্রী সোমবার শপথ নেবেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। কারা শপথ নিচ্ছেন জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, কয়জন, কে, কে শপথ নেবেন এটা বলা সম্ভব নয়। তবে নতুন মন্ত্রীদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ রওশন এরশাদ  ও মঈনুদ্দিন খান বাদলের নাম রয়েছেন বলেও বিশ্বস্ত সূত্রে জানা যায়।