Sunday 27th of September 2020 05:44:34 AM
Wednesday 7th of May 2014 01:59:06 PM

সুনামগঞ্জের ব্রিটিশ নাগরিক মুজিবুর ও ড্রাইভারসহ নিখোঁজ

বিশেষ খবর, বৃহত্তর সিলেট ডেস্ক
আমার সিলেট ২৪.কম
সুনামগঞ্জের ব্রিটিশ নাগরিক মুজিবুর ও ড্রাইভারসহ নিখোঁজ

আমারসিলেট24ডটকম,০৭মে,মোজাম্মেল আলম ভূঁইয়াসুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ব্রিটিশ নাগরিক মুজিবুর রহমান মুজিব (৫৬) ও তার ব্যক্তিগত গাড়ি চালক রেজাউল হক সুহেল (৩২) গত ৩দিন ধরে নিখোঁজ রয়েছেনএঘটনায় গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নিখোঁজ মুজিবুর রহমানের ভগ্নিপতি জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেনজিডি নং-১১৪

জিডি সূত্রে জানা যায়,গত রোববার বিকেল ৪টায় মুজিবুর রহমান তার প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো-গ-২৭-৪৬৯৮) ড্রাইবারকে নিয়ে তিনি সুনামগঞ্জ শহরতলীর হাজীপাড়া বসুন্ধরা-১৮ আ/এ থেকে ব্যক্তিগত কাজে উদ্দেশ্যে সিলেটের রওনা হনএরপর রাতে তিনি বাসায় না ফেরায় মুজিবুরের মোবাইল নাম্বার-০১৭৯২৫৪৬৪০০, ০১৭৭৫৫৭৩০১৫,০১৮৫১১৯৭৭৭ ও ড্রাইবার রেজাউলের নাম্বার ০১৭৭৯১৪১৩৭০ ফোন করে নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়এরপর নিখোঁজদের আত্মীয়-স্বজনরাসহ রাজনৈতিক সহকর্মীরা সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুজি করে তাদের সন্ধান না পাওয়ায় অবশেষে থানায় জিডি দায়ের করেন

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাসির উদ্দিন বলেন,জেলা বিএনপির গণঅনশন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মুজিবুর রহমান মুজিব ও তার গাড়িচালক রেজাউল হক সুহেলকে নিয়ে বের হয়ে যাওয়ার পর থেকে তাদেরকে খুজে পাওয়া যাচ্ছেনা,আমরা অনেক খুজাখুজি করেও তাদের সন্ধান পাইনিসুনামগঞ্জ সদর থানার ওসি জানে আলম বলেন-নিখোঁজ ব্যক্তিদের খোঁজে বের করার জন্য জোর তৎপরতা চালানো হয়েছেএঘটনায় সুনামগঞ্জে ব্যাপক তোলপাড় সৃষ্টি হচ্ছে

 


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc