সিলেট বিভাগের সকলমন্ত্রীকে অভিনন্দন লন্ডন সমাবেশে

    0
    417

    আমারসিলেট24ডটকম,২২জানুয়ারী,শাহীনবিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সাথে বৃটেনের সিলেটবাসীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে আনন্দ সমাবেশে বাংলাদেশের নতুন মন্ত্রীসভায় সিলেট বিভাগের চারজন মন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও সমাজ কল্যাণমন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীকে স্বাগত ও অভিনন্দন জানানো হয়েছে।

    গ্রেটার সিলেট কাউন্সিল পোর্টস মাউথের চেয়ারপারসন সৈয়দ আমিনুল হকের সভাপতিত্বে এবং পোর্টস মাউথের জেনারেল সেক্রেটারি তরুণ ব্যবসায়ী মো. মাসুম আহমদ ও জয়েন্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা ছালিকুর রহামনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় চেয়ারপারসন কমিউনিটি লিডার নূরুল ইসলাম মাহবুব। বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় জেনালের সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, কেন্দ্রীয় সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীণ কমিউনিটি লিডার ও ব্যবসায়ী মিয়া মনিরুল আলম এবং গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় লিডার, মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা, দৈনিক মৌলভীবাজার ডট কম-এর সম্পাদক মনসুর আহমদ মকিস।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিলের পোর্টস মাউথের ভাইস চেয়ারম্যান ফয়জুর রহমান কয়সর, এম এ আজিজ, আলহাজ্ব লিয়াকত আলী, মাসুদ আহমদ, আব্দুল জলিল, আলহাজ্ব আসাদ মিয়া, এমএ রউফ, আবু সুবের তানজীম, সুমেল চৌধুরী, দেলওয়ার হোসেন সুয়েব, শেখ করমুজ আলী, ইকবাল মিয়া, আবিদুর রহমান চৌধুরী, সুমেল চৌধুরী, হারুনুর রশীদ, সাচ্চু আহমদ, রেদওয়ান আহমদ, জহিরুল হক শামীম, এম এ আউয়াল, জুয়েল চৌধুরী, শামসুল আলম খান, দেলওয়ার হোসেন আহাদ, মামুন আহমদ, আব্দুস সবুর খান, ডা. সানুর খান, মনজুর আহমদ প্রমুখ।

    প্রধান অতিথি জিএসসির কেন্দ্রীয় চেয়ারপারসন নূরুল ইসলাম মাহবুব সহ সকল বক্তারা সিলেট বিভাগের চারজন মন্ত্রীকে স্বাগত জানিয়ে  সিলেটের উন্নয়নে ও প্রবাসীদের নানা সমস্যার সমাধানে তারা অগ্রনী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাদের সুস্বাস্থ্য কামনা করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে জিএসসির কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর বলেন, সিলেট বিভাগের চারজন মন্ত্রীর সাথে গ্রেটার সিলেট কাউন্সিলের চমৎকার সম্পর্ক প্রবাসীদের দাবি দাওয়ার ব্যাপারে আমাদের ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

    বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মনিরুল আলম সিলেটবাসী হিসেবে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে জিএসসির কেন্দ্রীয় লিডার মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস বলেন, বর্তমান চারজন সিলেটবাসীর মন্ত্রী সবাই গ্রেটার সিলেট কাউন্সিলের কর্মকান্ড সম্পর্কে অবহিত রয়েছেন। প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা একত্রে ক্যাম্পেইন চালানোসহ চাপ প্রয়োগ অব্যাহত রাখবে হবে।

    সভাপতির বক্তব্যে পোর্টস সাউথ শাখার চেয়ারপারসন সৈয়দ আমিনুল হক উপস্থিত সবাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

    পরিশেষে সভার পরিচালক জয়েন্ট সেক্রেটারি ছালিকুর রহমান প্রবাসীদের দাবি দাওয়া তুলে ধরেন।

    পোর্টস সাউথের সেক্রেটারি মাসুম আহমদ নৈশবোজের ব্যবস্থায় ছিলেন।