সিলেটে চীনা নাগরিকের হাতে অপর চীনা নাগরিক খুন

0
570
সিলেটে চীনা নাগরিকের হাতে অপর চীনা নাগরিক খুন
সিলেটে চীনা নাগরিকের হাতে অপর চীনা নাগরিক খুন

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ সিলেটে এক বিদেশী নাগরিকের হাতে অপর বিদেশী নাগরিক খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম শানসি (৪৮),তিনি চীনের নাগরিক। মঙ্গলবার ১৮ মে সকাল প্রায় ৮ টার দিকে শহরের পাঠানটুলায় এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ জন চায়নিজ নাগরিক কোতোয়ালি থানাধীন পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি-ব্লকে আবু বকরের মালিকাধীন বাড়ি নাম্বার ১১/৯ এর পঞ্চম তলায় ভাড়া থাকে। মঙ্গলবার সকালে দুইজন চাইনিজ নাগরিকের মধ্যে যেকোনো বিষয়ে ঝামেলার এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করলে বাসাতেই ছুরিকাঘাতে নিহত হন চাইনিজ নাগরিক শানসি।

খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি মডেল থানার ওসিসহ সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের বিষয়ে জড়িত অপরাধীকে গ্রেপ্তার অভিযানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here