Saturday 5th of December 2020 07:59:09 AM
Friday 22nd of May 2015 05:27:15 PM

সিলেটে “কচি’র মে-জুন” সংখ্যার মোড়ক উন্মোচন

বৃহত্তর সিলেট, শিল্প-সাহিত্য ডেস্ক
আমার সিলেট ২৪.কম
সিলেটে “কচি’র মে-জুন” সংখ্যার মোড়ক উন্মোচন

শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করছে ‘কচি’

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২মেঃ শিশুতোষ সাতিহ্য ম্যাগাজিন ‘কচি’র মে-জুন সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাপ্তাহিক সাহিত্য আসরে কচির নতুন সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসামের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক দেবাড়তি বাগচী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষক কবি মুকুল চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের সহকারী সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আব্দুস সাদেক লিপন, প্রভাষক কবি নাজমুল আনসারী, গবেষক সৈয়দ মবনু, অধ্যক্ষ কবি বাছিত ইবনে হাবিব, প্রভাষক কবি মামুন সুলতান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচি সম্পাদক তোফায়েল সিপু, নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, সম্পাদনা সহযোগী আবিদ সালমান, ব্যবস্থাপনা সহযোগী তানভীর তালুকদার, এহসানুল করিম কাওসার, নুরুস সালামাত সিয়াম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কচি শুধু একটি ম্যাগজিন নয়, শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের একটি মাধ্যম। শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নের মাধ্যমে শিশুদের মেধার পূর্ণ বিকাশ সাধিত হয় না। তাদের প্রতিভা বিকাশে প্রয়োজন সাহিত্য সংস্কৃতি চর্চা। শিশুদের সাহিত্য সংস্কৃতিতে আকৃষ্ট করতে কাজ করছে কচি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  কবি কামরুজ্জামান হেলাল, এম আলী হোসাইন, মো. নাসির উদ্দিন, আমিনা শহিদ চৌধুরী মান্না, মামুন হোসেন বেলাল ও তাসলিমা খানম বিথী।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc