সিরীয় উপকূলে রাশিয়া একটি গোয়েন্দা জাহাজ পাঠাচ্ছে

    0
    228

    আমারসিলেটটোয়েন্টিফোর.কম ০২ সেপ্টেম্বর  : রাশিয়া কৃষ্ণ সাগরে মোতায়েন দেশটির নৌ-বহর থেকে একটি গোয়েন্দা জাহাজ সিরীয় উপকূলে পাঠাচ্ছে।এএফপি’র এক খবরে বলা হয়, রাশিয়া উদ্বেগের সঙ্গে দামেস্ক সরকারের বিরুদ্ধে পশ্চিমা সামরিক অভিযানের পরিকল্পনার ওপর নজর রাখছে ।

    সোমবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এক সামরিক কর্মকর্তা বলেন, রোববার সন্ধ্যায় এসএসভি-২০১ গোয়েন্দা জাহাজ প্রিয়াজোভি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত সামরিক বাহিনীর নির্বাচিত এলাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। তিনি আরো বলেন, ‘সংঘাত বৃদ্ধি পেয়েছে এমন এলাকা থেকে তথ্য সংগ্রহ করাই জাহাজটির ক্রুদের মিশন।