সিরিয়া : নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার ভেটো

    0
    243
    সিরিয়া : নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার ভেটো
    সিরিয়া : নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার ভেটো

    আন্তর্জাতিক ডেস্ক, ০২ জুন : সিরিয়ার আল-কুসায়ের শহরে সেনাবাহিনী ও হিজবুল্লাহ গেরিলাদের রক্তাক্ত অবরোধের সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে সতর্কতা জারি করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক প্রস্তাবে বাধা দিয়েছে রাশিয়া। গতকাল শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে। ১৫ জাতির নিরাপত্তা পরিষদের সভাপতি যুক্তরাজ্য ঘোষণা প্রস্তাবটি তৈরি করে প্রস্তাবের একটি খসড়া পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করে। প্রস্তাবে সিরিয়ার আল-কুসায়েরের চলমান লড়াই বেসামরিক নাগরিকদের ওপর যে ধরনের প্রভাব সৃষ্টি করছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাব পাশ হতে সব সদস্যদের সম্মতি প্রয়োজন, কিন্তু রাশিয়া প্রস্তাবটির সঙ্গে দ্বিমত পোষণ করায় উত্থাপিত প্রস্তাবটি আটকে যায়। সিরিয়া-লেবানান সীমান্তে অবস্থিত শহর কুসায়ের শহরে প্রায় ৩০ হাজার মানুষের বাস। শহরটির দখল নিয়ে গত দুই সপ্তাহ ধরে রক্তক্ষয়ী লড়াই চলছে। বিদ্রোহীদের দখলে থাকা শহরটি আবার নিজেদের নিয়ন্ত্রণে নিতে আসাদ সমর্থিত সেনাবাহিনী তীব্র অভিযান পরিচালনা করছে। এ অভিযানে লেবাননের হিজবুল্লাহ গেরিলারাও আসাদ বাহিনীর পাশাপাশি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। রাশিয়ার বক্তব্য, বিদ্রোহীরা কুসায়ের দখল করার সময় নিরাপত্তা পরিষদ নিশ্চুপ ছিল তাই পরিষদ এবারও এ ধরনের কোনো বক্তব্য দিতে পারে না। কূটনীতিকরা জানিয়েছেন, রাশিয়া বলেছে সিরিয়ার বিষয়ে কিছু করতে হলে তা কূটনৈতিক উদ্যেগের মাধ্যমেই করতে হবে। পরিষদের এক কূটনীতিক সিরিয়ার প্রেসিডেন্টকে রাশিয়ার অস্ত্র সহায়তা দেয়ার বিষয়টি উল্লেখ করলে রাশিয়া পশ্চিমা ও আরব দেশগুলোর বিরুদ্ধে বিদ্রোহীদের সহায়তার পাল্টা অভিযোগ জানায়। নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব আটকে দেয়ার মাধ্যমে সিরিয়া বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার মতভেদ আরো প্রকাশ্য হলো। এতে সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে মস্কো ও ওয়াশিংটনের উদ্যোগে বিদ্রোহী ও আসাদ পক্ষের মধ্যে আসন্ন শান্তি আলোচনার ফলাফল নিয়ে বিদ্যমান অনিশ্চয়তা আরো গভীর হয়েছে।