সিরিয়াতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

    0
    227

    আমার সিলেট  24 ডটকম,০১নভেম্বরসিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়ায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে,চলতি বছর এ নিয়ে সিরিয়ায় আরও তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।এক মার্কিন কর্মকর্তা খবরটি প্রকাশ করেছেন ।বলা হয়েছে, রাশিয়ায় তৈরি মিসাইলের একটি চালান ধ্বংস করাই ছিল এ হামলার লক্ষ্য। এই মিসাইলের চালানটি লেবাননভিত্তিক জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল বলে দাবি করেছেন ওই মার্কিন কর্মকর্তা।

     সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রধান বন্দর লাটাকিয়া যার বেশিরভাগই দেশটির সরকারের নিয়ন্ত্রণে।সিরিয়া সরকারের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে রাসায়নিক অস্ত্র বানানোর সকল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কার্যক্রমে যুক্ত আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ) এর এমন ঘোষণার পরপরই এই বিমান হামলার ঘটনা ঘটলো।এর আগে চলতি বছর আরও তিনবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে মে মাসে চালানো বিমান হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ।তবে চলতি বছর চতুর্থবারের মতো বিমান হামলা নিয়ে এখন পর্যন্ত ইসরাইলি বা সিরিয়া কর্তৃপক্ষ কোন মন্তব্য করেনি।