সিএমএম কোর্ট ভবনে আগুনঃনথি পুড়ে গেছে

    0
    262

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পুরনো কোর্ট ভবনের নিচতলায় নন জিআর শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু নথি পুড়ে গেছে। আজ রবিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আদালতের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার ব্রিগেডেও খবর দেয়া হয়। এসময় পুলিশ কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এ অগ্নিসংযোগ করেছে তা জানা যায়নি।ক্ষতিগ্রস্ত কিছু নথিপত্র সরিয়ে পার্শ্ববর্তী কক্ষে নিয়ে রাখা হয়েছে। এ ঘটনা তদন্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
    এ আদালতের এডভোকেট চৌধুরী মো. গালিব রাকীব জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ করেই সিএমএম আদালতের পুরোনো ভবনের নিনচতলায় জিআর সেকশনে রাখা নথিতে আগুন জ্বলতে দেখা যায়। এসময় শতাধিক মামলার কেস ডকেট(সিডি/নথি) ভস্মীভূত হয়ে যায়। তিনি জানান, সেখানে একটি বোতল উদ্ধার করা হয়েছে। যাতে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, আগুনে কোন কোন নথিপত্র পুড়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।