Tuesday 29th of September 2020 11:46:49 PM
Saturday 19th of September 2015 12:42:23 AM

সারী নদীর তীরে আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে সমাবেশ

বৃহত্তর সিলেট ডেস্ক
আমার সিলেট ২৪.কম
সারী নদীর তীরে আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে সমাবেশ

ফুল দিয়ে বরণ সারী নদীকে

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯সেপ্টেম্বর,রেজওয়ান করিম সাব্বির: সারী নদীর তীরে আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে সারী নদী বাচাঁও আন্দোলন‘র উদ্যোগে ব্যতিক্রমী নাগরিক সমাবেশ ও ফুল দিয়ে বরণ করা হল সারী নদীকে।

গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় সারী নদীর তীরে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।  সারী নদী বাচাঁও আন্দোলন‘র সভাপতি কলামিষ্ট আব্দুল হাই আল হদী‘র সভাপতিত্বে ও সারী নদী বাচাঁও আন্দোলন‘র সিনিয়র সহ-সভাপতি গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ‘র স ালনায় উক্ত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি কেন্দ্রীয় কমিঠির সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ‘র সিনিয়র সহ-সভাপতি ইউ.পি চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী মাহবুবুল আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব‘র সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবদল নেতা বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন, চিকিৎসক নেতা বাহার উদ্দিন, সারী নদী বাচাঁও আন্দোলন‘র সহ-সভাপতি তোফায়েল চৌধুরী, জৈন্তাপুর প্রৈসক্লাব‘র যুগ্ম-সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, সবুজ সিলেট পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বির, যুবলীগ নেতা মাসুদ আহমদ, উপজেলা ছাত্রলীগ‘র সিনিয়র সহ-সভাপতি এইচ.এম জাকারিয়া, প্রবাসী এনামুর রশিদ, শ্রমিক নেতা সোহেল আহমদ, শিক্ষক নোমান আজাদ, ব্যবসায়ী বিলাল উদ্দিন, আহসান, হোসন আহমদ, সিরাজ উদ্দিন, ছাত্রনেতা নাছির উদ্দিন, আবুল কালাম। অনুষ্টান শেষে উপস্থিত সবাই সারী নদীর পানিতে নেমে  বিভিন্ন জাতের ফুল দিয়ে বরণ করে নেন সারী নদীকে।

উপস্থিত বক্তরা বলেন আমাদের প্রানের নদী সারী নদী, আমরা বাচঁতে, পরিবেশকে বাচঁতে, জীব বৈচিত্রকে বাচাঁতে নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। নদী ধ্বংসকারী সকল ষড়যন্তের মুল হোতাদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ার আহবান জানান এবং প্রতিশ্রুতিবদ্ধ হন।

 


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc