সারীঘাট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের নির্বাচন সম্পন্ন

    0
    263
    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮ ডিসেম্বর,জৈন্তাপুর প্রতিনিধি:    ঝাঁকজমক ও শান্তিপূর্ণ ভাবে জৈন্তাপুর উপজেলার অন্যতম বিদ্যাপিট সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন সম্পন্ন হয়৷  গতকাল ২৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টা একটানা বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন সুষ্ট ভাবে অনুষ্টিত হয়৷ মোট ভোটার ছিল ৫৯৭ জন তার মধ্যে ভোট পড়ে ৫০১জন, ভোটারের উপস্থিতির হার ৮৪%৷
    এ পদে ৯জন প্রার্থী প্রতিদন্ধিতা করে ৪জন বিজয়ী হয়৷ বিজয়ীরা হলেন ১৷ নজরুল ইসলাম (দোয়াত কলম মার্কায়) ২৮০ ভোট পান, হাজী ফয়জুল হোসেন (টিউব ওয়েল মার্কায়) ২৩১ ভোট পান, মোঃ হেলাল উদ্দিন (মাছ মার্কায়) ২৩১ ভোট পান, মোঃ অাব্দুল মান্নান (অানারস মার্কায়) ২০৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে অভিভাবক পদে নির্বাচিত হন৷ ভোট গ্রহন সময় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান হোসেন, সহকারি প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন অাজিজুল হক খোকন৷ এছাড়া পোলিং হিসাবে মাধ্যমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাগন দায়িত্ব পালন করেন৷ এছাড়া নির্বাচন সুষ্ট ভাবে পরিচালনা কাজে সহযোগিতা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি উপধক্ষ্য শাহেদ অাহমদ, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল অালম, বাউর ভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাব্দুল জলিল, খারুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিন্টু পাল৷ এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা নির্বাচন পর্যবেক্ষন করেন৷
    এবিষয়ে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান হোসেন বলেন- উপজেলার অন্যতম বিদ্যাপিটের নির্বাচন সফল করতে এলাকাবাসী, সচেতন মহল, অভিভাবক বৃন্দদের সর্বাত্মক সহযোগিতায় অাজ সারিঘাট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচন সফল করা হয়েছে৷ এজন্য অামি সকলকে অান্তরিক ভাবে ধন্যবাদ জানান৷