সিলেটসহ দেশের ৬৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে

    0
    245

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মার্চ,জহিরুল ইসলামঃ সারা দেশের ৬৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের ৪৬টি ইউনিয়ন রয়েছে। ওইসব ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

    সিলেট বিভাগে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো  সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ টি ইউনিয়নে ভোট হবে।  রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, আলীর গাঁও, ফতেপুর, নন্দরিগাঁও, তোয়াকুল।

    কোম্পানীগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে হবে। পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই।

    সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মোট ১৩ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত্য হবে। ছাতক, চরমহল্লা, ইসলামপুর, কলারোকা, নোয়ারই, খুরমা (উত্তর), ভাত গাঁও, দোলার বাজার, খুরমা (দক্ষিণ), জাউয়াবাজার, সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, সিংচাপইড়।

    মৌলভীবাজার জেলার মোট ১৬ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে ।
    বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।  বড়লেখা, বার্ণি, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ (দক্ষিণ), দাসের বাজার, নিজ বাহাদুরপুর, সুজা নগর, দক্ষিণভাগ (উত্তর), উত্তর শাহবাজপুর, তালিমপুর। জুড়ি উপজেলার ৫ টি ইউনিয়নে ভোট গ্রহন হবে। গোয়ালবাড়ী, সাগরনাল, পূর্বজুড়ী, জাফরননগর, পশ্চিমজুড়ী।

    হবিগঞ্জ জেলার ৫ টি ইউনিয়নে ভোট গ্রহন  হবে।  আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বাদলপুর, জলসুখা, কাকাইলছিও, শিবপাশা।

    উল্লেখ্য,বড়লেখা হতে এ প্রতিনিধি জানান, মোট ভোটার ১,৪৬,৭০২ কেন্দ্র ৯০ টি, জুড়ি মোট ভোটার ৮০,৯,৬১ ভোট কেন্দ্র ৪৯ টি   ঝুকিপূর্ণ ৫০ টি কেন্দ্র  প্রিজাইনিং অফিসার এর কাছ থেকে পাওয়া  তথ্য মতে।