সারাদেশে বিভিন্ন শ্রেণীর ১ কোটি ৭ হাজার সাতশ ৬১ জনের সংগৃহীত গণস্বাক্ষরে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি

    0
    397

    ॥ ফখরুল ইসলাম ফোকন ॥   Gonojagoron-Mancho      

    শাহবাগ থেকে সংসদ ভবনে পদযাত্রা করে সারাদেশে গণস্বাক্ষরের মাধ্যমে সংগৃহীত গণরায় স্পিকারের হাতে তুলে দিয়েছে গণজাগরণ মঞ্চ।
    গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর কাছে দুপুর দেড়টায় এ রায় তুলে দেন। যেখানে বিভিন্ন শ্রেণীর ১ কোটি ৭ হাজার সাতশ ৬১ জন স্বাক্ষরের মাধ্যমে  যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন।

    এ সময় ওই দলে আরও ছিলেন কানিজ ফাতেমা, খন্দকার মাহবুব হোসেন, হরিদাস ব্যানার্জি ও হাসান।

    ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘গণজাগরণ মঞ্চের ৬ দফা দাবি বাস্তবায়নের মধ্যদিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবির নিষিদ্ধকরণের মাধ্যমে মুক্তিযোদ্ধের চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।’
    ইমরান বলেন, ‘সারাদেশ থেকে গণস্বাক্ষর সংগ্রহের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা হামলার শিকার হয়েছেন, গাড়িতে আগুন দেয়া হয়েছে। এসব উপেক্ষা করেও গণজাগরণ মঞ্চ সাধারণ মানুষের স্বাক্ষর নিয়েছে। তাই প্রতিটি স্বাক্ষরই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
    তিনি বলেন, ‘এতে ক্ষুদ্রনৃগোষ্ঠীও স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করতে জানেন না তাদের টিপসই নেয়া হয়েছে।’
    তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি বাস্তবায়ন না হওয়ায় আমারা স্পিকারকে আজ এ গণরায় প্রদান করেছি। এ গণরায় দিয়ে যাতে সংসদের মাধ্যমে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করা হয়।’