সাভারে ভবনধসে অনেক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আজকের নারী সমাবেশ স্থগিত

    0
    408

    ঢাকা, ২৭ এপ্রিল:  শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর শাপলা চত্বরে যে নারী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।
    জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমাবেশ প্রস্ত্মুতি কমিটির আহ্বায়ক নাসিমুন আরা হক মিনু বলেন, সাভারে ভবনধসে অনেক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে নারী ও শ্রমিক নেতারা মহাসমাবেশ স্থগিতের আহ্বান জানিয়েছেন। এ নিয়ে বৈঠকে বসবেন নেতারা। পরে সিদ্ধান্ত্ম জানিয়ে দেওয়া হবে।
    এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার জানানো হয়, শনিবার ২৭ এপ্রিলের নারী সমাবেশ স্থগিত করা হয়েছে। সমাবেশের তারিখ পরে জানানো হবে।
    ৬ এপ্রিল হেফাজতে ইসলাম ঢাকায় লংমার্চ করে ১৩ দফা দাবি উত্থাপন করে। এর প্রতিবাদে ২৭ এপ্রিল রাজধানীতে নারী সমাবেশ করার প্রস্ত্মুতি গ্রহণ করেন দেশের বিভিন্ন পর্যায়ের নারী সংগঠনগুলো।
    এজন্য ১৮ এপ্রিল বিকালে ধানমন্ডি ৩-এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে বৈঠকে করে ১৪ দলভুক্ত রাজনৈতিক দলের সহযোগী নারী সংগঠনগুলো।