সাঙ্গ হলো কমলগঞ্জের মণিপুরী গুরুকীর্তন

    1
    443

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২ ফেব্রুয়ারী,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জেবিভিন্ন ইউনিয়নের ১৪টি মণিপুরী বা মীতৈ গ্রামের অধিবাসীদের অংশগ্রহণে পুজা-অর্চনা,ধর্মীয় সংকীর্তন,মৃদংগ বাদন,প্রভূবন্দনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে রবিবার সম্পন্ন হলো দিনব্যাপী মণিপুরী গুরুকীর্তন। ধর্মীয় সংগঠন ভানুগাছ মীতৈ লেইপাকের আয়োজনে ও মণিপুরী সমাজসেবক সমিতির সার্বিক পরিচালনায় তেতইগাঁও কেন্দ্রীয় মন্ডপে মণিপুরীদের বৃহৎ এ ধর্মীয় সংকীর্তন অনুষ্ঠিত হয়।

    এ অনুষ্ঠানে মণিপুরী নেতৃবৃন্দছাড়াও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান ও ভাইস-চেয়ারম্যান সিদ্দেক আলী উপস্থিত ছিলেন।মণিপুরী সমাজসেবক সমিতির সভাপতি রাধামোহন সিংহ ও সাধারণ সম্পাদক এ.হেমন্ত জানান,১৯৯৩ইং সাল থেকে শুরু হয়ে প্রতিবছরের মাঘ ত্রয়োদশী তিথিতে পালাক্রমে ১৪টি গ্রামে মণিপুরী গুরুকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে ।