সাইদীর বাদীর বাড়িতে হামলা ও লুটপাট

    0
    228

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবর৭১’এর  মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর  নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী পিরোজপুরের জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলমের বাড়িতে লুটপাট চালিয়েছে হরতাল সমর্থন কারী ২/৩ শ জন পিকেটার ।পুলিশ জানিয়েছে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে এই ঘটনা ঘটিয়েছে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর কর্মীরা।

    হরতালের প্রথম দিন গতকাল রোববার ভোরে জিয়ানগরে জামায়াত-শিবিরের একদল কর্মী স্বপন শীল নামে আওয়ামী লীগের এক কর্মীর বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে তার হাত-পায়ের রগ কেটে দেয় । খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুরে তিনি মারা যান।জিয়ানগর থানার ওসি জানান, জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হুসেন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এক মামলারও বাদি। সোমবার সকাল ১১টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মাহবুবুল আলমের টেংরাখালির বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে বলে খবর পাওয়া গেছে । সেসময় মাহবুবুল আলম ওই বাড়িতে ছিলেন না। তার স্ত্রী সন্তান দু তলায় আশ্রয় নিয়ে বেঁচে যান।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জিয়ানগর থানার ওসি জানান।