সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

0
750
সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন
সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন


নূরুজ্জামান ফারুকী,নবীগঞ্জঃ পেশাগত দায়িত্বপালন কালে দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব।

বুধবার (১৯ মে)দুপুরে নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের ব্যানারে নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে মামলা প্রত্যাহার, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্তায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শলিল বরণ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোজাহিদ আহমেদ, নুরুজ্জামান ফারুকী, লার্নিং পয়েন্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শেখ কায়ছার আহমেদ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য এস এম খলিলুর রহমান, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন সজিব, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাল মিয়া, তথ্যপ্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ, সদস্য নাজমুল ইসলাম, নিরব তালুকদার, জাফর, সেলিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদের দ্রুত আইনের অওতায় এনে শাস্তি দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here