Saturday 31st of October 2020 04:56:39 PM
Friday 10th of July 2015 11:47:00 PM

সিলেটের ২ সাংবাদিকের সিঙ্গাপুর-মালোয়েশিয়া গমণ

তথ্য-প্রযুক্তি ডেস্ক
আমার সিলেট ২৪.কম
সিলেটের ২ সাংবাদিকের সিঙ্গাপুর-মালোয়েশিয়া গমণ

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জুলাইঃ দৈনিক আজকের সংবাদের সিলেট ব্যুরো প্রধান, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বার্তা ২৪ডটকমের সম্পাদক মঞ্জুর হোসেন খান এবং দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার,সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও মানবাধিকার কর্মী রায়হান উদ্দিন নয়ন এক সংক্ষিপ্ত সফরে সিঙ্গাপুর ও মালোয়েশিয়া গেছেন। শনিবার ভোরে সিঙ্গাপুর ও মালোয়েশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ বিমান যোগে তাঁরা সিলেট ত্যাগ করেন। সিঙ্গাপুর মালোয়েশিয়া অবস্থানকালে সাংবাদিক মঞ্জুর হোসেন খান’র সম্পাদিত ও প্রকাশিত সিলেট ফোন গাইডের প্রকাশনা অনুষ্ঠানের কথা রয়েছে।

সিলেট ফোন গাইড প্রবাসী বাংলাদেশীদের নিয়ে সেখানে একটি প্রদশর্নী অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মালোয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহিদুল ইসলাম।

এছাড়াও প্রবাসী কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক সহ সুধীজনের সাথে মিলিত হবেন বিভিন্ন অনুষ্ঠানে এবং জালালাবাদ এসোসিয়েশন মালোয়েশিয়া’র পক্ষ থেকে সাংবাদিক মঞ্জুর হোসেন খান ও রায়হান উদ্দিন নয়নকে সংবর্ধিত করা হবে । তাঁরা সেদেশে অবস্থানকালে কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করবেন বলে জানা যায়।

যাবার প্রাক্কালে সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে দেখা করে যেতে না পারায় তাহারা আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং সকলের দোয়া কামনা করেন।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc