সহিংসতা রোধে এক চেয়ারম্যানের মাইকিং এ সাধারণ মানুষের সাধুবাদ

0
264
সহিংসতা রোধে এক চেয়ারম্যানের মাইকিং এ সাধারণ মানুষের সাধুবাদ

এম ওসমান, বেনাপোল প্রতিনিধিঃ রোববার ২৮ শে নভেম্বর শেষ হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এ নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে শার্শার বাগআঁচড়া ইউনিয়নে নেতা-কর্মীদের সর্তকীকরণ বার্তা দিয়ে মাইকিং করেছে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক।

সোমবার (২৯ নভেম্বর ২০২১) দিনভর বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ সর্তক বার্তার মাইকিং করা হয়।

নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগআঁচড়ায় সহিংসতা করে আমার প্রতিপক্ষ আমার অনেক নেতা-কর্মীকে আহত করে হাসপাতালে পাঠিয়েছিলো। তাদের মধ্য একজনের মৃত্যুও হয়। আমি কখনো মারামারি-হানাহানি পছন্দ করিনা। আমি জনগনের ভোটে বিশ্বাসী ছিলাম। সেই জনগন আমাকে ব্যালোটের মাধ্যমে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি আমার ইউনিয়নের জনগনের প্রতি কৃতজ্ঞ। তাই আমি মারামারি হানাহানি করে প্রতিশোধ নিতে চাই না। দেশে আইন আছে আদালত আছে। যে অন্যায় করবে আইন তাকে সাজা দিবে। আমি আমার নেতা-কর্মীদের অনুরোধ করবো তারা যেন কোন সহিংসতার পথে না যায়। তাই মাইকিং করে সকলকে নির্বাচন পরবর্তী কোনো মারামারি হানাহানিতে না যায় সেই জন্য সতর্ক করা হয়েছে। 

এদিকে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেকের এমন মহৎ উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here