স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠিত

    1
    237

    আমারসিলেট24ডটকম,০৮ফেব্রুয়ারীঃ স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ উপজেলা শাখার এক কর্মীসভা ৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় উপজেলার শমসেরনগরস্থ লামাবাজারে অনুষ্ঠিত হয়। স’মিল শ্রমিকনেতা মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স’মিল শ্রমিক সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা ও স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক মোঃ আরজান আলী। কর্মীসভায় বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ শ্রীমঙ্গল উপজো কমিটির আহবায়ক  মোঃ মতিউর রহমান, কমলগঞ্জ উপজেলার জুয়েল আহমেদ ইরাজ ,মোঃ মিজান মিয়া, মোঃ এরশাদ আলী, জহির আলী, গৌছ আলী প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ফরিদ মিয়াকে আহবায়ক এবং মোঃ মোস্তাক মিয়া ও জুয়েল আহমেদ ইরাজকে যুগ্ম-আহবায়ক করে স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ আব্দুল মজিদ, মোঃ ফটিক বক্স, মোঃ মিজান মিয়া, রমজান আলী, মোঃ কনা মিয়া, শিমুল মল্লিক, রমুজ মিয়া ও মোঃ আজমান আলী।

         সভায় বক্তারা বর্তমান বাজার দরের সাথে সংগতিপুর্ণভাবে স’মিল শ্রমিকদের মজুির বৃদ্ধি; রেশনিং চালু, স’মিল শ্রমিকদের জন্য সরকার ঘোষিত ‘মজুরী কাঠামো’ এর গেজেট বাস্তবায়ন; শ্রম আইন অনুযায়ী ৮ ঘন্টা কর্মদিবস, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি, নিয়োপত্র, পরিচয় পত্র, সার্ভিসবুক প্রদান, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও বেতন কর্তন বন্ধ , মাস্ক, চশমাসহ সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানান।  সভায় আগামী ১৪ ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলা কমিটির সভা সফল করার সিদ্ধান্ত হয়।