স’মিল শ্রমিকদের শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি

    0
    221

    আমারসিলেট24ডটকম,২৫জানুয়ারীঃ স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার সদর উপজেলা শাখার এক কর্মীসভা ২৪ জানুয়ারী বিকাল ৪ টায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স’মিল শ্রমিকনেতা মোঃ ছালিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা ও স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক মোঃ আরজান আলী। কর্মীসভায় বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ কুলাউড়া উপজেলা কমিটির আহবায়ক মোঃ মোবারক আলী, সদও উপজেলার মতিন মিয়া, আলী হোসেন, সেলিম মিয়া, সোনাই মিয়া প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৩০৫এর সদস্য রাজু আহসান ও পুতুল চন্দ্র দাশ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ছালিক মিয়াকে আহবায়ক এবং মোঃ মানিক মিয়া ও তোতা মিয়াকে  যুগ্ম-আহবায়ক করে মৌলভীবাজার সদর উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ মতিন মিয়া, মোঃ জালাল মিয়া, সোনাই মিয়া, সেলিম মিয়া। সভায় বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারী সংগঠনের সিলেট বিভাগীয় কর্মীসভায় সদর উপজেলা কমিটির আহবায়ক ও যুগ্ম-আহবায়কদের অংশ গ্রহণ করার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর জাতীয় সমাবেশ সফল করার আহবান জানানো হয়। সভায় বক্তারা বর্তমান বাজার দরের সাথে সংগতিপুর্ণভাবে স’মিল শ্রমিকদের মজুরি বৃদ্ধি; রেশনিং চালু, স’মিল শ্রমিকদের জন্য সরকার ঘোষিত ‘মজুরী কাঠামো’ এর গেজেট বাস্তবায়ন; শ্রম আইন অনুযায়ী ৮ ঘন্টা কর্মদিবস, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি, নিয়োপত্র, পরিচয় পত্র, সার্ভিসবুক প্রদান, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও বেতন কর্তন বন্ধ , মাস্ক, চশমাসহ সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানান।