সমঝোতা হলে প্রয়োজনে সংসদ ভেঙে নির্বাচনঃপ্রধানমন্ত্রী

    0
    218

    আমারসিলেট24ডটকম,১ডিসেম্বরঃ আগামী ১০ম জাতীয় নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সুযোগ নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যদি হরতাল-অবরোধ এবং সহিংসতা বন্ধ করে সমঝোতায় আসে তবে খুব তাড়াতাড়ি দশম সংসদ ভেঙে দিয়ে ১১তম  নির্বাচন দেয়া হবে। আজ বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক সভায় তিনি একথা বলেন । শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া নির্বাচনের ট্রেন মিস করেছেন। তিনি এই নির্বাচনে আসতে পারবেন না।

    বিএনপির সঙ্গে চলমান সংলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আলোচনা হচ্ছে, আলোচনা নির্বাচনের পরও হবে। আগামী সংসদ নির্বাচনও সংবিধান অনুয়ায়ী যথাসময়ে হবে। নির্বাচনের পরেও আলোচনা হবে। আলোচনা ফলপ্রসূ ও সমঝোতা হলে প্রয়োজনে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেয়া হবে। আলোচনার মধ্য দিয়ে যদি আমরা সমঝোতায় আসতে পারি, আর উনি যদি হরতাল-অবরোধ বন্ধ করেন, তাহলে সংসদ ভেঙে দিয়েও নির্বাচন দিতে পারি। তবে মানুষ হত্যা বন্ধ করতে হবে, পুনরায় বলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।