সপ্তাহে গড়ে দুই হাজার কর্মী মালয়েশিয়া পাঠানোর সরকারি উদ্যোগ

    0
    232

    আমারসিলেটটোয়েন্টিফোর,০৭ সেপ্টেম্বর  :  মাত্র ৪০ হাজার টাকা খরচে মালয়েশিয়া পাঠানোর সরকারি উদ্যোগ বিদেশে চাকরিপ্রার্থীদের মনে ব্যাপক আশার সঞ্চার করেছিল।নানা ধাপ পেরিয়ে সারাদেশে লটারিতে ভাগ্যবান হিসেবে নিবন্ধন প্রক্রিয়াও শেষ করেন প্রায় ৪০ হাজার জন।সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আট মাস আগে। অথচ ঢাক-ঢোল পিটিয়ে শুরু করা এ প্রক্রিয়ায় আট মাসে দুই দফায় কর্মী গেছেন মাত্র ৩৭২ জন।মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার একেএ আতিকুর রহমান  বলেন, নিবন্ধন প্রক্রিয়াসহ অন্যসব কাজ চূড়ান্ত হয়েছে।

    সরকারিভাবে লোক পাঠানোর পদ্ধতিটি বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের জন্যই নতুন বলে কিছু সমস্যা তৈরি হয়। ছবির মাপের ক্ষেত্রে সামান্য হেরফের হলেই ভিসা পেজ খোলে না।তবে পরীক্ষামূলকভাবে দুই দফায় ৩৭২ জন আসার পর সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করা হয়েছে। তাই চলতি সপ্তাহ থেকে দেশটিতে ধারাবাহিকভাবে কর্মী আসা শুরু হবে।সপ্তাহে গড়ে দুই হাজার করে কর্মী আনা যাবে। বছরে এক লাখ কর্মী আনার টার্গেট ধরে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।