সন্তান বিক্রি করে আইফোন ও বিলাসী পণ্য ক্রয় !

    0
    260

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরবিলাসী পণ্য ও আইফোন কিনতে চীনা এক দম্পতি তাদের কন্যাশিশুকে বিক্রি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।চীনের এই  দম্পতির বিরুদ্ধে আইফোন ও বিলাসী পণ্য কিনতে নিজেদের কন্যাশিশুকে বিক্রির অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি প্রমাণিত হলে এই দম্পতির  দীর্ঘমেয়াদে কারাদণ্ডিত হতে পারে।
    চীনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, দেশটির সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেছেন, ঝাং ও তেং দম্পতি প্রায় ছয় লাখ টাকার বিনিময়ে তাদের কন্যাশিশুকে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। ইন্টারনেট, আইফোন ও অন্যান্য বিলাসী পণ্য কিনতে তারা এই টাকার সিংহভাগ খরচ করেছে। ওই দম্পতির ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের লেনদেনেও এর প্রমাণ রয়েছে বলে সুত্র থেকে জানায়।
    তবে,শিশু বিক্রির বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছে ওই বেকার দম্পতি। দম্পতির  দাবি, উজ্জ্বল ভবিষ্যতের জন্যই শিশুটিকে অন্যের কাছে হস্তান্তর করেছে তারা।গত বছর চীনে আইফোন ও আইপ্যাড কিনতে এক কিশোর তার কিডনি বিক্রি করেছিল। এ কাজে জড়িত থাকার দায়ে সাতজনের কারাদণ্ড ও হয়। সুত্র,ডেইলি মেইল