সংসদের বাজেট অধিবেশন শুরু : খালেদা জিয়ার নেতৃত্বে যোগ দিয়েছে বিএনপি

    0
    228
    সংসদের বাজেট অধিবেশন শুরু : খালেদা জিয়ার নেতৃত্বে যোগ দিয়েছে বিএনপি
    সংসদের বাজেট অধিবেশন শুরু : খালেদা জিয়ার নেতৃত্বে যোগ দিয়েছে বিএনপি

    ঢাকা, ০৩ জুন : নবম জাতীয় সংসদের ১৮ তম এবং বর্তমান মহাজোট সরাকারের সর্বশেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় দেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরিচালনায় এ অধিবেশ শুরু হয়। চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। এদিকে এ অধিবেশনে প্রধান বিরোধী দলীয় নেত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদের যোগ দিয়েছে বিএনপি।
    অধিবেশনের শুরুতেই স্পিকার স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান আসতে পারে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।   
    এর আগে আজ সোমবার বিকেল সাড়ে চারটায় সংসদ ভবনের তৃতীয় তলায় বিরোধী দলীয় নেত্রীর কার্যালয়ে বিএনপি সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।
    বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক ছাড়াও দলের সিনিয়র সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। তবে বিএনপির আরেক সিনিয়র সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাবন্দি থাকায় এবং শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।
    অপরদিকে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ৩ জুলাই পর্যন্ত সংসদের অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বৈঠকে সভাপতিত্ব করেন জতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে অন্যান্যের মধ্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।