শ্রীলংকার মাটিতে বাংলাদেশের প্রথম জয়

    0
    428

    গতকাল শ্রীলংকার গাল্লেকেলিতে অনুষ্টিত বাংলাদেশ শ্রীলংকার মধ্যকার ওয়ানডে সিরিজের তিৃতিয় ও শেষ ম্যাচে ডার্কওর্য়াথ লুইস পদ্বতিতে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ । এই জয় শ্রীলংকার মাটিতে বাংলাদেশের প্রথম। টসে জিতে প্রথমে ব্যট করতে নেমে দিলশানের শত রানের সুবাদে শ্রীলংকার সংগ্রহ ৩০২/৯ . আব্দুর রাজ্জাক নেন ৫টি উইকেট ।৩০৩ টার্গেট তারা করতে নেমে আশরাফুল ও আনামুল শুভ সুচনা করেন ২৯ রান করে আউট হয়ার কিছূ পরেই বৃষ্টির কারনে খেলা বন্ধ হয় । খেলা পুনরায় শুরু হলে ডার্কওর্য়াথ লুইস পদ্বতিতে বাংলাদেশের টার্গেট দাড়ায় ২৭ ওভারে ১৮৩ রান । এই টার্গেট তারা করতে এক প্রান্তে বিরতিহীন ভাবে উইকেট গেলেও বাংলাদেশের ম্যাচ ফিনিশার নাসির বাংলাদেশকে ৬ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের লষ্কে পৌছে দেন । নাসির অপরাজিত থাকেন ৩৩ রান করে।

    সং স্কোর শ্রীলংকা ৩০২/৯ দিলশান ১২৫ . পেরেরা ৫৬ . সাঙ্গাকারা ৪৮ আব্দুর রাজ্জাক ৫/৬২
    বাংলাদেশ ১৮৪/৭ আনামুল হক ৪০ . আশরাফুল ২৯ নাসির ৩৩* সেনানায়েক ২/২৬ মেথুস ২/৩৯. মালিঙ্গা ২/২৯
    ম্যান অব দ্যা ম্যাচ- দিলশান .ম্যান অব দ্যা সিরিজ – দিলশান156080