শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
72

আমিনুর রশীদ চৌধুরী রুমন,শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং,বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে শ্রীমঙ্গল থানা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর ২০২২) বিকেলে উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট (শমসেরগঞ্জ) বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মোঃ মিছলু আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইমন মোস্তফা, চেয়ারম্যান, ৪নং আপার কাগাবালা ইউপি, মৌলভীবাজার সদর।মো. ফিরোজ মিয়া মাষ্টার, সাবেক চেয়ারম্যান, ১নং মির্জাপুর ইউপি। অত্র ইউনিয়নের বিট অফিসার এসআই জামাল উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃদ এবং এলাকার জন সাধারন প্রমুখ।
মতবিনিময় সভায় অত্র ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন নাগরিকদের সতর্ক থেকে যেকোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন মর্মে পুলিশ ও জনগণের মধ্যে মত বিনিময় হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here